ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বিল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার দক্ষিণ কবিরপুর এলাকার কামারবান বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হত্যা করে লাশ বিলে ফেলে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে স্থানীয় এক ব্যক্তি কামারবান বিলে কচুরিপানা সরাতে গিয়ে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ দেখতে পান। তিনি বিষয়টি স্থানীয় ব্যক্তিদের জানান। তাঁদের মাধ্যমে খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আবদুর রাশিদ বলেন, প্রাথমিকভাবে লাশটি দেখে মনে হচ্ছে, ছয়–সাত দিন আগে হত্যা করে লাশ বিলে ফেলে দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির শরীরে কাপড় ছিল না। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আশুলিয়ায়
চবিতে বাস–শাটল ট্রেন বন্ধ, ক্লাস হচ্ছে না, ১৬টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত
সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল