ইউরোপের দেশগুলির পাশাপাশি মারণ করোনা ভাইরাসের ছোবল থেকে পাকিস্তানও বাদ নেই। ক্রমেই সেকানে এই ভাইরাস বড় আকার ধারন করছে। এক ধাক্কায় করোনা ভাইরাসে আক্তান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬।
গত ২৪ ঘন্টায়, মোট ১৩১টি ঘটনা একলাফে বেড়ে গিয়ে ১৮৬ জন, এমনটাই তথ্য জানিয়েছে পাকিস্তানের মিডিয়া।
পাকিস্তানের ১৪ বছরের এক নাবালকের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য অফিসার জামান শাহ জানিয়েছেন ওই নাবালককে ইতিমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে। সে তার মায়ের সঙ্গে ২৫ ফেব্রুয়ারি ইরান থেকে দেশে ফিরেছিল। পাকিস্তানে আক্রান্ত ২০ জনের বেশীরভাগই সিন্ধু প্রদেশ এলাকার বলে জানা গিয়েছে।
তবে ডঃ জাফর মির্জা জানিয়েছেন এই নিয়ে স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রনের রয়েছে। এই ভাইরাসকে প্রতিহত করার জন্য সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি টুইট করেন।
করাচি বিমানবন্দরে কড়া সতর্কতা রাখা হয়েছে। যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন সিভিল এভিয়েশন অথোরিটির মুখপাত্র আব্দুস সাত্তার খকার। সন্দেহভাজন রোগীদের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের আইসলেশনে রাখা হয়েছিল বলে খকার জানিয়েছেন।