ভারতের আসামে একটি দ্রুতগামী বাস খাদে পড়ে কমপক্ষে ৬ জন মারা গেছে এবং ৩০ জন আহত হয়েছে। খবর ইন্ডিয়া টিভি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আসামের গোয়ালপাড়া জেলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।
পুলিশের বরাতে ইন্ডিয়া টিভি জানায়, ধুবড়ি থেকে গুয়াহাটি যাওয়ার পথে বাসটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পোস্টে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। পরে আরেক যাত্রী মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার খরব পেয়ে একটি টহল পুলিশের দল ও সেনা সদস্যরা যাত্রীদের উদ্ধার কাজ শুরু করে।
গুরুতর আহত যাত্রীদের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, অন্যদের গোয়ালপাড়া সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।