করোনা ভাইরাসের জেরে বিপর্যস্ত বিশ্ব৷ প্রায় স্তব্ধ ভারতও৷ এরমধ্যেই ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তৃতীয় মৃত্যুর ঘটনা ঘটে গেল, আর আক্রান্ত হয়েছেন ১২৯ জন। প্রথমে কর্ণাটকে আর দিল্লিতে এবার এই ভয়ানক ভাইরাসে মুম্বাইয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। এদিকে ভারতে আশঙ্কাজনক ভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাচ্ছে, সেই সাথে মৃত্যুর সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৬৪ বছরের ওই বৃদ্ধ প্রথমে হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে কস্তুরবা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।
শুধু ওই বৃদ্ধই নন, তার স্ত্রী এবং ছেলেরও করোনা কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট মিলেছে। অর্থাৎ তারাও করোনা আক্রান্ত।
এর আগে দিল্লিতে এক জন এবং কর্নাটকের কলবুর্গিতে এক জনের মৃত্যু হয়। তারা দু’জনেই বিদেশভ্রমণ করেছিলেন।
এদিকে, করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৬৩৯ জনসহ মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ১৫৮ জনের। শুধু চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ২২৬। চীনের বাইরে মারা গেছে ৩ হাজার ৯৩২ জন।
এ ভাইরাসে বিশ্বজুড়ে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ৪৫৭ জন। এর মধ্যে ৭৯ হাজার ২১১ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন।