আবারও গুলির শব্দে কেঁপে উঠলো জম্মু-কাশ্মির। সেখানকার রাজৌরিতে সীমান্তে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীদের গোলাগুলিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার রাতে দুপক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।
ভারতের অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই এলওসি’র ওপার থেকে হেভি শেলিং করতে শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। যদিও কিছু মুহূর্তে পাল্টা জবাব দেয় ভারত। শুরু হয় ক্রস বর্ডার ফায়ারিং।
উদ্বেগের বিষয় হল, সংঘর্ষবিরতির ক্ষেত্রে পাকিস্তান এমন সব অস্ত্র ব্যবহার করছে যা সাধারণত যুদ্ধে ব্যবহার করা হয়। সেনাছাউনি কম, সীমান্ত লাগোয়া বসতি এলাকাগুলো লক্ষ্য করে হেভি শেলিং করছে পাক সেনারা।
আর তাতে সেখানকার নিরীহ মানুষেরা প্রাণ হারাচ্ছে। বাড়ছে ক্ষয়-ক্ষতির পরিমাণও।