Ultimate magazine theme for WordPress.

এ যাত্রা টিকে গেলেন ট্রাম্প

অভিশংসনের হাত থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যাত্রা টিকে গেলেন। অভিশংসন থেকে মুক্তি পেয়ে বহাল তবিয়তে রয়ে গেলেন নিজ আসনে।

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগ এনে অভিশংসনের প্রস্তাব দেয়া হয়। বৃহস্পতিবার সিনেটের ভোটে নিষ্পত্তির মাধ্যমে অভিশংসন থেকে রেহাই পান ট্রাম্প। খবর বিবিসি অনলাইন।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকবেন কি-না, বৃহস্পতিবার সিনেটে এ নিয়ে ভোটাভুটি হয়। এতে নিজ দলের সিনেটরদের ভোটে তার ক্ষমতায় থাকা নিশ্চিত হয়ে যায়। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ট্রাম্পের পক্ষে ভোট পড়ে ৫২টি, বিপক্ষে ৪৮টি। কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে ট্রাম্পের পক্ষে ভোট পড়ে ৫৩টি, বিপক্ষে ৪৭টি। দুটি অভিযোগেই বেশি ভোট পেয়ে ট্রাম্প অভিশংসনের ঝুঁকি থেকে উতরে গেলেন।

আগামী নভেম্বরে প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়ালে ট্রাম্পই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, সিনেটে যার অভিশংসন বিচার হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.