চীনের বাইরে ফিলিপাইনের পর এবার হংকংয়ে প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভাইরাসটির তীব্র সংক্রমণে আক্রান্ত হয়ে ৩৯ বছর বয়ীস ওই ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে করোনা ভাইরাসে চীনের বাইরে দুজনের মৃত্যু হলো। দুদিন আগেই ফিলিপাইনে চীনের বাইরে করোনা ভাইরাসে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।
ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়াসহ ৫ দফা দাবিতে সোমবার থেকে ধর্মঘট শুরু করেছেন হংকংয়ের মেডিকেল কর্মীরা। হংকংয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ১৫ জন আক্রান্ত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ে মারা যাওয়া ব্যক্তি গেল জানুয়ারিতে উহান শহরে ঘুরতে গিয়েছিলেন। চীনের সবচেয়ে জনবহুল শহর হুবেই প্রদেশের রাজধানী উহানকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার উৎসস্থল হিসেবে ধরা হচ্ছে।
গেল রবিবার ফিলিপাইনে মারা যাওয়া ৪৪ বছর বয়সী ওই ব্যক্তিও উহান থেকে হংকং হয়ে ফিলিপাইনে গিয়ে এই সংক্রমণে মারা যান।
এদিকে চীনে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪২৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে ৩২২৫ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৩৮ জনে। এরইমধ্যে চীনের বাইরে অন্তত ২৫টি দেশ ও অঞ্চলে কমপক্ষে ১৫১ জনের শরীরে এই করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।