বারাক ওমাবার প্রতি অবজ্ঞা প্রকাশ করতেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরান পারমাণবিক চুক্তি বর্জন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূতের ফাঁস হওয়া একটি মেমোর সূত্র ধারে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এদিকে ট্রাম্পের ওই পদক্ষেপকে ‘নৈরাজ্যজনক কূটনৈতিক আচরণ’ বলে মন্তব্য করেছেন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ডেরক।
রবিবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদপত্র মেইল এমনটি জানিয়েছে। খবর বিবিসির।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে অবিচল থাকার অনুরোধ জানানোর পর ওই মেমোটি লেখা হয়েছিল।
ওই চুক্তির অধীনে ইরান তাদের স্পর্শকাতর পারমাণবিক তৎপরতা সীমিত করতে রাজি হয়েছিল। অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক স্থাপনাগুলোও পরিদর্শনের অনুমতি দিতেও রাজি হয়েছিল ইরান।
কিন্তু এসব সত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প ওই চুক্তিটিকে যথেষ্ট বলে মনে করেননি।
মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফর থেকে জনসন যুক্তরাজ্যে ফেরার পর কিম লেখেন, তার পূর্ববর্তী প্রেসিডেন্ট বারাক ওবামা ওই চুক্তিটি করেছিলেন বলে ‘ব্যক্তিগত কারণে’ প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক চুক্তিটি বর্জন করতে যাচ্ছেন বলে ধারণা পাওয়া যাচ্ছে।