Ultimate magazine theme for WordPress.

ইরানের ন্যানোস্ট্রাকচার সম্মেলনে পেপার আহ্বান

ইরানে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ন্যানোস্ট্রাকচারসে (আইসিএনএস৮) উপস্থাপনার জন্য পেপার আহ্বান করা হয়েছে। ন্যানোপ্রযুক্তির ওপর বিভিন্ন শিরোনামে এসব পেপার জমা দেওয়া যাবে। আগামী ২০২০ সালের এপ্রিলে তেহরানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। 

ন্যানোস্ট্রাকচারের ওপর অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে ইরানের শরিফ ইউনিভারসিটি অব টেকনোলজির ইনস্টিটিউট ফর ন্যানোসাইন্স অ্যান্ড ন্যানোটেকনোলজি। আগামী বছর তেহরানে ২০ থেকে ২২ এপ্রিল এই সম্মেলন অনুষ্ঠিত হবে। 

ইভেন্টে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ৬ নভেম্বরের মধ্যে পেপার জমা দিতে অনুরোধ করা হয়েছে। পেপারের টপিকস: লো-ডাইমেনসোনাল ন্যানোস্ট্রাকচারস; ন্যানোবায়োটেকনোলজি এবং ন্যানোমিডিসিন; ন্যানোসেন্সর এবং ন্যানোবায়োসেন্সর; চৌম্বকবাদ, ইলেকট্রনিক্স, ফোটোনিকস এবং প্লাজমোনিক্সে ন্যানোস্ট্রাকচার; পানি এবং পরিবেশের জন্য ন্যানোস্ট্রাকচার; শক্তি রূপান্তর এবং স্টোরেজের জন্য ন্যানোস্ট্রাকচার; উন্নত উত্পাদন এবং বৈশিষ্ট্য পদ্ধতি; ন্যানো টেকনোলজিতে উদ্যোক্তা সুযোগ এবং বাণিজ্যিকীকরণ; এবং ন্যানোস্যাফটি বিবেচনা এবং বিধি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।

Leave A Reply

Your email address will not be published.