অভিষেকের অপেক্ষায় তিনজন, নেই হোল্ডার-রোচ

অভিষেকের অপেক্ষায় থাকা তিনজনকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশও। দলে নেই দুজন সিনিয়র ক্রিকেটার।

 

১২ জনের টেস্ট দলে অভিষেকের অপেক্ষায় আছেন উইকেটকিপার ব্যাটসম্যান ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুড়কেশ মোতি ও ফাস্ট বোলার অ্যান্ডারসন ফিলিপ। চোটের কারণে নেই কেমার রোচ। ছুটি নিয়েছেন জেসন হোল্ডার।

অভিষেকের অপেক্ষায় থাকা তিনজনকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশও। দলে নেই দুজন সিনিয়র ক্রিকেটার।

১২ জনের টেস্ট দলে অভিষেকের অপেক্ষায় আছেন উইকেটকিপার ব্যাটসম্যান ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুড়কেশ মোতি ও ফাস্ট বোলার অ্যান্ডারসন ফিলিপ। চোটের কারণে নেই কেমার রোচ। ছুটি নিয়েছেন জেসন হোল্ডার।

অপেক্ষায়

টেস্ট দলে অভিষেকের অপেক্ষায় থাকা তিনজনেরই আন্তর্জাতিক অভিষেক হয়ে গেছে এর আগেই। তাঁদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ থমাস এখন পর্যন্ত ২১টি ওয়ানডের সঙ্গে খেলেছেন চারটি টি-টোয়েন্টি। একটি টি-টোয়েন্টি খেলেছেন মোতি, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ হিসেবে ছিলেন তিনি। ফিলিপ খেলেছেন তিনটি ওয়ানডে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দলে থাকলেও শেষ পর্যন্ত অভিষেক হয়নি তাঁর। ওয়ানডে সিরিজ খেলতে দলের সঙ্গে এখন পাকিস্তানে আছেন তিনি। এ তিনজনের সঙ্গে দলে আছেন একটি টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন অলরাউন্ডার রেমন রেইফার।

অপেক্ষায়
এ তিনজনকে দলে নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই ডেভন থমাস দরজায় কড়া নাড়ছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে সে খুবই ভালো করেছে, ওকে দলের নেওয়ার ভালো একটা সুযোগ হিসেবেই এটিকে দেখছি আমরা। আপনারা দেখেছেন, রেমন রেইফারকেও নেওয়া হয়েছে। চার দিনের প্রতিযোগিতায় এবং বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে মুগ্ধ করার মতো ভালো করেছে। ফলে যারা পারফর্ম করছে, আমরা তাদের সুযোগ দিচ্ছি। গুড়কেশ মোতিও ভালো বোলিং করছে, আমাদের মনে হয় দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ভালো একটি সুযোগ তার সামনে।’

 

সীতাকুণ্ডে দুই ফায়ার স্টেশনে ১০ জনকে সংযুক্তিতে পদায়ন

আফ্রিকা র বাইরে মাঙ্কিপক্স শনাক্ত হাজার ছাড়াল

Leave A Reply

Your email address will not be published.