এক সময়ের জনপ্রিয় খল অভিনেতা আব্দুল্লাহ সাকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।
শনিবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়িতে মারা যান এই অভিনেতা। সাইমন সাদিক জানিয়েছেন, সাকী অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আব্দুল্লাহ সাকী। শনিবার দিবাগত রাত একটার দিকে জামালপুরে নিজ গ্রামে মারা গেছেন তিনি।
অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার চরিত্রগুলোর মধ্যে রয়েছে ‘প্রেমগীত-এর ‘খান বাবা’ চরিত্র। এই চরিত্রে অভিনয়ের পর দর্শকমহলে পরিচিতি লাভ করেন এই অভিনেতা।