রাজধানীর মহাখালী সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত। তাদের স্কুটিতে প্রেস লিখা ছিল।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
জানা যায়, অফিস শেষে স্ক্রুটি করে বাসায় ফেরার পথে মহাখালী সেতু ভবনের পাশে দুঘটনায় নিহত হন তারা।
তবে পুলিশ এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি। পরিচয় জানার চেষ্টা চলছে। মৃতদেহ ঢামেক মর্গে আছে।