বরিশালে কিশোরী ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮। বুধবার বরিশাল লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি রিফাত সাহা (২৫) নগরীর কীর্তনখোল নদী সংলগ্ন রসুলপুর এলাকার বাসিন্দা সেলিম সাহার পুত্র। গ্রেফতারের পর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে আসামী রিফাতকে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, ঢাকা থেকে বরিশালে স্বজনের বাড়িতে বেড়াতে আসা ১৩ বছর বয়সী কিশোরীকে গত ২৪ ফেব্রয়ারি ধর্ষণের শিকার হয়।
ওইদিন বেলা ২ টার দিকে লঞ্চঘাট থেকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে নগরীর একটি আবাসিক হোটেলে রেখে ধর্ষণ করা হয় কিশোরীকে। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বরিশাল নৌ থানা পুলিশ সদস্যরা।
এর পরপরই ঘটনাটির প্রকাশ পেলে তদন্ত শুরু করে র্যাব-৮। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বরিশাল কেন্দ্রীয় লঞ্চঘাট এলাকা থেকে ধর্ষক রিফাত সাহাকে গ্রেফতার করেন র্যাবের সদস্যরা।
র্যাব আরও জানায়, ধর্ষিতা শিশুটি ঢাকায় মা-বাবার সাথে বসবাস করে। গত ২৩ ফেব্রয়ারি বাসার কাউকে না জানিয়ে বোনের বাড়ীর উদ্দেশে ঢাকা থেকে লঞ্চযোগে বরিশালে আসে।
পরদিন ২৪ ফেব্রয়ারি ভোরে লঞ্চ থেকে নামার পর সে কিছু চিনতে না পেরে কান্নাকাটি করতে থাকে। এ সময় রিফাতের কাছে ঢাকা যাবার কথা জানায় শিশুটি।
রিফাত শিশুটির দুর্বলতার সুযোগ নিয়ে নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। প্রার্থমিক ভাবে আটককৃত রিফাত সাহা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ধর্ষিতা শিশুটিও আসামিকে শনাক্ত করেছে।
গ্রেফতারের পর র্যাবের সদস্যরা আসামি রিফাতকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছে অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম।