Ultimate magazine theme for WordPress.

ফরিদপুরে ট্রাকচাপায় ২ স্কুলছাত্র নিহত

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক ছাত্র।

বুধবার সন্ধ্যায় বনগ্রাম-সমেশপুর সড়কে সদরের কৈজুরি ইউনিয়নের বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র কৈজুরি ইউনিয়নের সমেশপুর গ্রামের ফারুখ শেখের ছেলে বাবু মোল্লা (১২) ও একই গ্রামের মৃত আবদুর সরদারের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র আসিফ হোসেন (১৩)।

এ ঘটনায় আহত হয়েছে সমেশপুরের আজিজুল মোল্লার ছেলে ইয়ামিন মোল্লা (১২)। সেও একই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

কোতয়ালি থানার এসআই নজরুল ইসলাম জানান, তিন ছাত্র স্কুল ছুটির পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। সদরের কৈজুরি ইউনিয়নের বনগ্রাম-সমেশপুর সড়কে বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের কাছে বাজারগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আসিফ ও বাবু ঘটনাস্থলেই মারা যায় এবং আহত হয় ইয়ামিন।

এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্কুল শিক্ষার্থী ও স্থানীয়রা ট্রাকটিকে পুড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Leave A Reply

Your email address will not be published.