মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন সাগর মণ্ডল নামের এক ব্যক্তি। এসময় নিজেকে রক্ষা করতে ওই গৃহবধূ ধর্ষকের জিব কামড়ে ছিঁড়ে ফেলেন।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় সিরাজদিখান থানায় বাদী হয়ে ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন গৃহবধূ। তার স্বামী বিদেশে থাকেন। এর আগে সোমবার (২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, নিজেকে রক্ষা করতে গৃহবধূ কামড় দিয়ে ধর্ষকের জিব ছিঁড়ে ফেলেন। অভিযুক্ত সাগর পলাতক।
পুলিশ জানায়, সিরাজদিখানে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সাউন্ড বক্সে গান বাজছিল গভীর রাত পর্যন্ত। রাত একটার দিকে ওই গৃহবধূ নিজের ঘরে যাচ্ছিলেন। এসময় সাগরও তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। উচ্চ শুব্দে গান বাজার কারণে গৃহবধূর চিৎকার কেউ শুনতে পারেনি। নিজেকে রক্ষা করতে একপর্যায়ে তিনি সাগরের জিব কামড় দিয়ে এক ইঞ্চি কেটে বিচ্ছিন্ন করে দেন।