রাজধানীর কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ১৩ বছরের কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি রতনকে (১৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। শনিবার (১১ জানুয়ারী) ভোরে সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়।
রতনকে গ্রেফতারের বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক মেজর আনিসুজ্জামান।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামীদের ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। মূল আসামী রতন পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে সাভার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রতন কিশোরীকে এর আগেও তিন বছর ধরে ধর্ষণ করেছিল বলে স্বীকার করেছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
এর আগে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন- হাসান (১৮), সিফাত (১৮), সবুজ (১৮), রনি (১৮) এবং ওই কিশোরীর এক বান্ধবী (অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হলো না)।
উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে ধর্ষণের শিকার ওই কিশোরী ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেছেন।