বলিশালের আগৈলঝাড়ায় অপহরণ হওয়া স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারীকেও গ্রেফতার করা হয়।
উদ্ধারের পর স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর অপহরণকারীকে আদালতে হাজির করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন।
মেয়ে অপহরণের ঘটনায় তার বাবা প্রশান্তসহ তার সহযোগীদের বিরুদ্ধে রবিবার থানায় মামলা দায়ের করেন।
উক্ত মামরার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান রবিবার রাতে অভিযান চালিয়ে আগৈলঝাড়া থানা এলাকা থেকে অপহরণকারী প্রশান্তকে গ্রেফতার করেন। এ সময় অপহৃতা স্কুল ছাত্রীকেও উদ্ধার করে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে অপহরণকারী প্রশান্তকে বরিশাল আদালতে ও ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানায় থানা পুলিশ।