সাকিবের বিষয়টি আমার থেকে আলাদা: আশরাফুল

সাকিবের নিষিদ্ধ হওয়ার আর আমার নিষিদ্ধ হওয়া, ব্যাপার দুটি আলাদা। কারণ আমি ম্যাচ ফিক্সিং করেছি, কিন্তু সাকিব ম্যাচ ফিক্সিং করেনি। তাই আমার অপরাধের সঙ্গে সাকিবের অপরাধের কোন মিল নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সাকিব এখন কিসের মধ্য দিয়ে যাচ্ছে তা ভাষায় বর্ণনা করা কঠিন। আমি মনে করি এখন এ বিষয়ে সাকিবকে জড়িয়ে খুব বেশি খবর প্রকাশিত না হওয়াই ভালো। কারণ আমি জানি এসব খবর কতোটা প্রভাব ফেলে।’
তিনি বলেন, আমাদের ঘটনা কিন্তু ভিন্ন। সে জুয়ারিদের প্রস্তাব দেয়া কথা কর্তৃপক্ষকে জানায়নি। আর আমি ম্যাচ ফিক্সিয়ের সঙ্ড়ে পুরোপুরি জড়িত ছিলাম। তবে এটা আমাদের সিস্টেমের জন্যই একটা বড় ধাক্কা। আমরা ক্রিকেট খেলতে ভালোবাসি।’
নিষিদ্ধ থাকাকালীন সময় কাটাতে তিনি দিনে ঘুমাতেন জানিয়ে আশরাফুল বলেন, ‘আমি প্রথম ছয় মাস ঘুমিয়েই কাটিয়ে দিয়েছিলাম। সারা রাত টিভি দেখতাম, পরদিন দুপুরে ঘুম থেকে উঠতাম। এরপর আমি হজ্ব করলাম। যা আমাকে বাড়তি সাহস জোগায়। আমি সবসময় ভাবতাম, আদৌ ফিরতে পারব কি না ক্রিকেটে। কারণ তখন আমার বয়স ত্রিশ।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেট বোর্ড সাকিবকে সাহায্য করছে। আমিও হয়তো সমর্থন পেয়েছিলাম কিন্তু বিষয়টির সঙ্গে ব্যাপারটা মিলবে না। এছাড়া আমাদের মাশরাফি বিন মর্তুজার কথাও মাথায় রাখতে হবে। যে বারবার ইনজুরিতে পড়েও মাঠে ফিরেছে। আর প্রতিবার দুর্দান্ত প্রত্যাবর্তনের অতীত উদাহরণ তো রয়েছেই সাকিবের।’